ট্রপিকাল অঞ্চলে ওজন স্তরে ব্যাপক ছিদ্র : দুর্ভাবনা

ট্রপিকাল অঞ্চলে ওজন স্তরে ব্যাপক ছিদ্র : দুর্ভাবনা

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৬ জুলাই, ২০২২

আন্টার্কটিক ওজন স্তরের ছিদ্রের চেয়ে ৭ গুন বড় ওজন স্তরের ছিদ্র অবস্থান করছে ট্রপিকাল অঞ্চলে। তাও দীর্ঘ চার দশক ধরে। সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে কানাডিয়ান গবেষকের হাত ধরে। ওজোন স্তরে ছিদ্র যা থেকে পৃথিবীতে সূর্যের মারাত্মক অতিবেগুনি রশ্মি প্রবেশ করে, এবং ওজন স্তরই পৃথিবী পৃষ্ঠ ও মনুষ্য বসবাস যোগ্য বায়ুমন্ডলকে সূর্যের ক্ষতিকর রশ্মি মুক্ত রাখে।
কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষক কুইং বিন লু ওজন স্তরের এই ছিদ্রের কথা সামনে আনেন। এবং এই ওজন স্তরের ছিদ্র সারাবছরই থাকে। এই স্থায়ী ওজন ছিদ্র পৃথিবী ব্যাপী সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। লু যে অঞ্চলে অজন ছিদ্রের কথা সামনে এনেছেন, দেখা যাবে, সেই ট্রপিকাল অঞ্চল পৃথিবীর সমতলের অর্ধেক প্রায়, এবং এই অঞ্চলেই পৃথিবীর অর্ধেক জনসংখ্যার বসবাস। লু বলেছেন, ট্রপিকাল অঞ্চলের ছিদ্র আসলে স্ট্রাটোস্ফিয়ারের উষ্ণতা নিয়ন্ত্রণে অনেকখানি ভূমিকা রাখে। এই আবিষ্কার হয়তো বিশ্ব উষ্ণায়ন কে নতুন ভাবে স্টাডি করার সহায়ক হবে। এবং ওজন স্তরের ছিদ্রের আবিষ্কার ভবিষ্যতে ওজন স্তরের ছিদ্র নিয়ে ভাবনার পথও প্রসস্ত করবে। কেননা অতিবেগুনী রশ্মির প্রবাহ, ত্বক ক্যানসার বৃদ্ধির সম্ভাবনা, স্বাস্থ্যে এবং প্রকৃতিতে নানা ঋণাত্মক প্রভাব, এসব নিয়ে ভাবনা চিন্তা এবং উত্তরণের পথ আমাদের খুঁজতেই হবে।