পরিবর্তনের দুনিয়ায় পা ভারতের

পরিবর্তনের দুনিয়ায় পা ভারতের

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৬ জুলাই, ২০২২

শুরু হল স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া। শেষ পর্যন্ত ভারত পা রাখছে যোগাযোগ ব্যবস্থার নবতম পরিবর্তনের দুনিয়ায়। নিলামে অংশ নিয়েছে তিন পরিচিত সংস্থা, জিও, এয়ারটেল এবং ভিআই। পাশাপাশি অংশ নিয়েছে নতুন সংস্থা আদানি ডেটা নেটওয়ার্কও। ৫জি অর্থাৎ পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। এতে যে শুধু আরও দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যাবে তা-ই নয়, গ্রাহকদের ফোন করার পূর্ব অভিজ্ঞতা এবং সংযোগ সংক্রান্ত সমস্যাও অতীতের পাতায় চলে যাবে। নিলাম শুরু হয়েছে মঙ্গলবার সকাল ১০টায়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদি প্রক্রিয়া শেষ না হয় বা চাহিদা বজায় থাকে, তা হলে বুধবার আবার সকাল ১০টায় নিলাম শুরু হবে।