রাতের কড়া আলোয় অসুস্থ হচ্ছে গাছ

রাতের কড়া আলোয় অসুস্থ হচ্ছে গাছ

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৯ জুলাই, ২০২২

রাতের শহরে সারাক্ষণ আলো জ্বললে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে গাছগুলি। আর তার ফলে, ফুলের কুঁড়ি বসন্তে প্রস্ফুটিত হওয়া, পাতার রং পরিবর্তন হওয়া এবং শরৎকালে ঝরে যাওয়া – এই সব বিষয়গুলি যথা সময়ে না হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরজুড়ে প্রায় 3,000 সাইটের গাছ, নানাবিধ আলোর পরিস্থিতিতে পাঁচ বছরেরও বেশি সময় ধরে পর্যালোচনা করে গবেষকরা এই তথ্য জানিয়েছেন। সাধারণত, গাছপালা প্রাকৃতিক দিন-রাত্রির চক্রকে পরিবর্তনের পাশাপাশি তাপমাত্রার সংকেত হিসেবে ব্যবহার করে। গবেষকরা দেখেছেন যে, শুধুমাত্র কৃত্রিম আলোই বসন্তে ফুলের কুঁড়িগুলি ভাঙার দিন গড়ে অন্তত নয় দিন এগিয়ে নিয়ে যাচ্ছে। পাতার রং পরিবর্তনের সময়টি অন্তত ছয় দিন বিলম্বিত হয়েছিল। গবেষকরা জানিয়েছেন যে, আলো যদি আরও তীব্র হয় তবে পার্থক্যটিও অনেক বেশি হতে পারে।