মহাকাশ পর্যটন গড়ে তুলতে উদ্যোগী ইসরো

মহাকাশ পর্যটন গড়ে তুলতে উদ্যোগী ইসরো

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২ আগষ্ট, ২০২২

মহাকাশ পর্যটন ব্যবস্থা গড়ে তোলার জন্যে কাজ করছে ইসরো। গত কয়েকবছর ধরে নিরন্তর কাজ করার পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানাচ্ছে মহাকাশ পর্যটনে ব্যবস্থা গড়ে তোলার পক্ষে তারা কাজ করছে। লো আর্থ অরবিট -এ মানুষের বেড়ানোর লক্ষ্যে কাজ করছে ইসরো। ইন্ডিয়ান ন্যাশানাল স্পেস প্রমোশন অ্যান্ড আথরাইজেশন সেন্টার মহাকাশে বেড়ানোর জন্যে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহ দিতে চায়। প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, এই মুহূর্তে ইসরো বিশ্বের ৬১টি দেশের সঙ্গে মহাকাশ গবেষণার বিভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করছে। মন্ত্রী আরো জানান, হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি প্রথম দেশীয় মহাকাশযান ভারতীয় মহাকাশচারীরা মহাকাশে নিয়ে গিয়ে ফিরিয়ে আনবেন। স্পেস এক্স যেমন পুনর্ব্যবহার‍্যোগ্য রকেট ব্যবহার করে তেমনি।