ক্রেতা সেজে হাতির দাঁত উদ্ধার বনকর্মীদের

ক্রেতা সেজে হাতির দাঁত উদ্ধার বনকর্মীদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২ আগষ্ট, ২০২২

ক্রেতা সেজে হাতির দাঁত কেনার জন্য গিয়েছিল বনকর্মীরা। এরপর হাতেনাতে ধরা পড়ে গেল চোরাকারবারিরা। চোরাকারবারীরা ছদ্মবেশী ক্রেতাদের জানিয়েছিল, তাদের কাছে দুটি হাতির দাঁত রয়েছে। এর পর দরদাম চলছিল। ৬০ লক্ষ টাকা দাম চেয়েছিল চোরাকারবারীরা। শেষে রফা হয় ১১ লক্ষ টাকায়। এক মাস ধরে এই কেনা বেচার কথা চলতে থাকে। তারপর ২৭ জুলাই ওই হাতির দাঁত কিনতে রাজি হয় ছদ্মবেশী বনকর্মীরা। এর পরই একটি বাইকে করে দুজন চোরাকারবারি মালবাজার থেকে ওদলাবাড়ী রোড হয়ে শিলিগুড়ির দিকে আসছিল হাতির দাঁত নিয়ে। ওয়াসাবাড়ি টি গার্ডেন এর কাছে তাদের বাইকটি আটক করে বনকর্মীরা। তাদের কাছ থেকে একটি ধূসর রঙের সিন্থেটিক ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগটি খুলতেই উদ্ধার হয় দুটি হাতির দাঁত। এর পর ধরা হয় ওই বাইকে থাকা দুজনকে। বন দফতর জানিয়েছে, ধৃতদের নাম গোবিন্দ প্রধান ও বিকাশ লামা। গোটা এই অভিযানের নেতৃত্ব দেন বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত ও তাঁর টিম। বন দফতর জানিয়েছে, উদ্ধার হওয়া হাতির দাঁত দুটির ওজন ২৪ কেজি। বন বিভাগের রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, সম্প্রতি এত বড় হাতির দাঁত উদ্ধার হয়নি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বর্তমানে।