গ্রহাণুর মাটির মিশ্রণে বেড়ে উঠেছে লেটুস, লঙ্কা

গ্রহাণুর মাটির মিশ্রণে বেড়ে উঠেছে লেটুস, লঙ্কা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২ আগষ্ট, ২০২২

মহাকাশচারীরা একদিন গ্রহাণুর মাটিতে ফলানো ফসলের সালাদ খেতে পারবেন। জুলাই প্ল্যানেটারি সায়েন্সের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, রোমাইন লেটুস, মরিচ, গোলাপি মূলা ইত্যাদির সবই গ্রহাণুর মাটির মিশ্রণে বেড়ে উঠেছে।
বিজ্ঞানীরা এর আগে লুনার ডার্ট বা চাঁদের ময়লায় ফসল ফলিয়েছেন। কিন্তু নতুন গবেষণায় কার্বোনাসিয়াস কনড্রাইট উল্কাপিন্ডের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে, যা উদ্বায়ী উৎসগুলিতে সমৃদ্ধ বলে পরিচিত – বিশেষত জল, গ্র্যান্ড ফর্কসের নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী শেরি ফিবার-বেয়ার ঠিক এমনটাই বলছেন। এই উল্কাগুলি এবং তাদের মূল গ্রহাণুগুলিও নাইট্রোজেন, পটাসিয়াম এবং ফসফরাস – প্রধান কৃষি পুষ্টিতে সমৃদ্ধ। মহাকাশ খনন প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের গ্রহাণুগুলিকে পাল্ভারাইজ করা সম্ভবত মহাকাশে কৃষি উপকরণের একটি প্রস্তুত সরবরাহ করতে পারে।