বাঘের ভরসা সারমেয় ‘ইকনা’

বাঘের ভরসা সারমেয় ‘ইকনা’

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৩ আগষ্ট, ২০২২

২৯ জুলাই শুক্রবারই ছিল ‘বিশ্ব বাঘ দিবস। কেউ খোঁজ নেয়নি শুক্রবার সারাদিন ‘ইকনা’ কী করেছে! ইকনা একটি সারমেয়। বিশেষভাবে প্রশিক্ষিত একটি জার্মান শেফার্ড। গত পাঁচ বছরেই সে ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারদের রক্ষা করা একমাত্র সারমেয় ইকনা! ২০১৯-এ নামখানা রেঞ্জের দেবীপুরের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল দুটি রয়্যাল বেঙ্গল টাইগার। তখন এই জার্মান শেফার্ডের সহায়তায় বনদফতরের কর্মীরা খুঁজে বার করেছিল দুটি বাঘকে! তারপর গতবছরও গোসাবার সাতজেলিয়ায় গভীর রাতে গ্রামে ঢুকে পড়েছিল মহারাজা। তখন জঙ্গলে প্রবেশ করে কাদায় বাঘের পায়ের ছাপ ও গন্ধ শুঁকে গোয়ালিয়র থেকে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইকনা জানিয়ে দেয় মহারাজা কোথায় রয়েছে জঙ্গলে। ইকনা-র নিখুঁত অনুধাবন শক্তির ওপর ভরসা করেই বনদফতর খুঁজে পেয়েছিল মহারাজ-সহ আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে। মাত্র ৯ মাস বয়সে সুন্দরবনে এসেছিল এই জার্মান শেফার্ড। তারপর জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পরা বাঘেদের খুঁজে পাওয়ার কাজে দক্ষতা অর্জনের জন্য তাকে গোয়ালিয়রে পাঠানো হয়েছিল। গত ৫ বছর ধরে সজনেখালিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের প্রধান কার্যালয়ে রয়েছে সে। গতবছর উত্তরবঙ্গেও তাকে পাঠানো হয়েছিল ট্রেনিং-য়ে।