ভারত মহাসাগরে ভেঙে পড়ল চীনা রকেট

ভারত মহাসাগরে ভেঙে পড়ল চীনা রকেট

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৩ আগষ্ট, ২০২২

মালয়েশিয়ার কুচিং শহরের আকাশে দেখা গেল এক আশ্চর্য আলোর খেলা! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও। সেই সঙ্গে গুঞ্জন, কীসের আলো এভাবে রাতের আকাশ আলো করে তুলেছে। উত্তরও মিলে গেল অচিরেই। শনিবার রাতেই ভারত মহাসাগরে আছড়ে পড়ল চিনা রকেটের ধ্বংসাবশেষ।
কয়েক দিন ধরেই আশঙ্কা ছড়িয়েছিল চিনা (Chinese) রকেটের এই ধ্বংসাবশেষ। জানা গিয়েছিল, গত ২৪ জুলাই একটি চিনা লং মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। সেটিই এবার নিয়ন্ত্রণ হারিয়ে ফিরে আসছে পৃথিবীর বুকে। স্বাভাবিক ভাবেই যা নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছিল। যে অলাভজনক সংস্থা রকেটটি তৈরি করেছে, তাদের আশঙ্কা ছিল আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, এমনকী ভারতেও সেটির পড়ার আশঙ্কা রয়েছে পুরোদমে।