পৃথিবীর ‘স্পিড’ বাড়ছে, ছোট হয়ে আসছে দিন!

পৃথিবীর ‘স্পিড’ বাড়ছে, ছোট হয়ে আসছে দিন!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৩ আগষ্ট, ২০২২

নিজের অক্ষরেখার চারপাশে লাট্টুর মতো পাক খায় পৃথিবী। তাতেই হয় দিন, রাত্রি। পৃথিবীর আহ্নিক গতির কথাও সকলেরই জানা। কিন্তু সম্প্রতি এই আহ্নিক গতিতে কিছু বেনিয়ম দেখছেন বিজ্ঞানীরা। যে কারণে দিন-রাতের হিসেবে গরমিল ধরা পড়ছে! জ্যোতির্বিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর গতি হঠাৎ অনেকটা বেড়ে গেছে! তাই নিজের অক্ষের চারপাশে একবার পাক খেতে তার সময় লাগছে ২৪ ঘণ্টার কম। দিনের দৈর্ঘ্য অনেক কমে এসেছে বলে জানাচ্ছেন পর্যবেক্ষকরা। ২৯ জুলাই ক্ষুদ্রতম দিনের সব রেকর্ড ভেঙে গেছে। সেদিন দিনের দৈর্ঘ্য হয়েছে সবচেয়ে কম। ২০২০ সালে পৃথিবী সবচেয়ে ছোট মাসের সাক্ষী থেকেছিল। কারণ সে বছর ১৯ জুলাই সবচেয়ে ছোট দিন মাপা হয়েছিল। দিনের দৈর্ঘ্য ছিল ২৪ ঘণ্টার চেয়ে ১.৪৭ মিলিসেকেন্ড কম। ১৯৬০ সালের পর থেকে এমনটা আর কখনও দেখা যায়নি।
তবে ২০২০-র সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ২০২২। ২৯ জুলাই দিনের মাপ হয়েছে ২৪ ঘণ্টার চেয়ে ১.৫৯ মিলিসেকেন্ড কম। গত কয়েকবছর ধরেই গ্রহের গতিতে বাঁধা নিয়মের হেরফের দেখছেন বিজ্ঞানীরা। পৃথিবী পাক খাচ্ছে আরও দ্রুততার সঙ্গে। আর সেই কারণেই কমে আসছে দিনের দৈর্ঘ্য। কেন পৃথিবীর ঘূর্ণনের গতি এমন বদলে যাচ্ছে তার কোনও সদুত্তর এখনও বিজ্ঞানীদের কাছে নেই। তবে পৃথিবীর ভরকেন্দ্র, সমুদ্র, জোয়ার আর আবহাওয়ার পরিবর্তনের ফলে এমনটা হলেও হতে পারে বলে মত কারও কারও। পর্যবেক্ষকরা জানাচ্ছেন, পৃথিবীর আহ্নিক গতি যদি এভাবেই বাড়তে থাকে, তবে সময়ের হিসেব ঠিক রাখার জন্য ‘লিপ সেকেন্ডের’ জন্ম হতে পারে। তবে আপাতত সাধারণ মানুষের তা নিয়ে মাথা ঘামানোর সময় আসেনি। লিপ সেকেন্ডের হিসেব কাজ লাগবে বিজ্ঞানী ও গবেষকদেরই।