খবরের কাগজ থেকে গাছ, পথ দেখাচ্ছে জাপান

খবরের কাগজ থেকে গাছ, পথ দেখাচ্ছে জাপান

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৪ আগষ্ট, ২০২২

প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণের অন্যতম কারণ, এ-কথা অল্পবিস্তর সকলেরই জানা। আর সেই কারণেই প্লাস্টিকের বদলে ব্যাগ বা মোড়ক হিসাবে কাগজের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বহু দেশ। কিন্তু তাতেই কি পরিবেশ সমস্যার সমাধান? কাগজ উৎপাদনের জন্য প্রতিনিয়ত যে হাজার হাজার গাছ কাটা পড়ছে, সেই খবর কজনই বা রাখি আমরা? এই সমস্যার অভিনব সমাধান খুঁজে দিয়েছে জাপানের একটি সংস্থা। ব্যবহারের পর কাগজ মাটিতে রোপণ করলে, সেখানেই জন্ম নেবে গাছ।
হ্যাঁ, অবাক লাগলেও সত্যি। এই আশ্চর্য উদ্ভাবনীর পিছনে রয়েছেন জাপানের পরিবেশবিদ ও বিজ্ঞানী মাইনিচি শিমবুনশা। ‘সবুজ সংবাদপত্র’-এর উদ্ভাবক তিনিই। আজ নয়। ২০১৬ সালের ৪ মে, ‘গ্রিনারি ডে’-এর দিনই শুরু হয়েছিল তাঁর এই লড়াই। পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে একটি বিশেষ সংবাদপত্রের সম্পাদনা শুরু করেছিলেন তিনি। ‘দ্য মাইনিচি’-খ্যাত সেই সংবাদপত্রই ছাপা হয়েছিল এই বিশেষ কাগজে। যা শুধু ১০০ শতাংশ জৈববিয়োজনযোগ্যই নয়, বিভিন্ন ফুল গাছের দানা দিয়ে তৈরি হওয়ায় গাছের জন্ম দিতেও সক্ষম এই কাগজ। ফলে, ভুলবশত যত্রতত্র এই কাগজ ছড়িয়ে পড়লেও গাছ জন্ম নেবে সেখানে। তাছাড়াও ব্যবহারকারীরাও যত্ন সহকারে এই কাগজ ‘রোপণ’ করতে পারেন টবে।