নিজের রেকর্ড নিজেই ভাঙল পৃথিবী!

নিজের রেকর্ড নিজেই ভাঙল পৃথিবী!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৬ আগষ্ট, ২০২২

গত ২৯ জুলাই, ২৪ ঘণ্টার থেকে মাত্র ১.৫৯ মিলিসেকেন্ডে কম সময়ে নিজের কক্ষপথ প্রদক্ষিণ করে নিজেরই গড়া সবথেকে ছোট দিনের রেকর্ডটি ভেঙে ফেলেছে পৃথিবী। প্রাচীনকালে মনে করা হত পৃথিবীর চারপাশে ঘুরছে সূর্য। বিজ্ঞানী কোপার্নিকাসের সৌজন্যে আজ আমরা জানি যে, সূর্যকে কেন্দ্র করে আবর্তন ঘুরে চলেছে পৃথিবী। এবার এই ঘূর্ণন সম্পর্কে এমনই এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা, যা মানবজগতের জন্য এক্কেবারেই সুখকর নয়! নিজ কক্ষপথে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে ২৪ ঘণ্টা বা ১ দিন । এবার এই রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টারও কম সময়ে পৃথিবী নিজের কক্ষপথে প্রদক্ষিণ করল, যে ঘটনায় রীতিমতো শঙ্কিত মহাকাশবিজ্ঞানীরা।