অগ্ন্যুৎপাতের লাভা তৈরি করল আগুনের বেড়াল!

অগ্ন্যুৎপাতের লাভা তৈরি করল আগুনের বেড়াল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১২ আগষ্ট, ২০২২

আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসছে লাভা। সেই লাভা এমন এক দৃশ্য তৈরি করেছে যে দেখে মনে হচ্ছে আগুনের একটা বিড়াল আকাশে ভেসে বেড়াচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত অগ্ন্যুৎপাতের এই ভিডিও ভাইরাল হয়েছে।
২ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাগমা আর শক্তিশালী পাথরগুলো মিলে তৈরি করছে একটা গঠন। যা দেখতে বিশাল এক আগুনের তৈরি বীভৎস বিড়ালের মত। আইসল্যান্ড মেটেরোজিকাল অফিসের মতে, কেফ্ল্যাভিক এয়ারপোর্টের কাছের একটি দ্বীপে এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। উজ্জ্বল কমলা আলোর আভা ছড়িয়ে পড়তে দেখা যায় ভিডিওতে। রেকজেন পেনিনসুলার এই জায়গা জনবহুল এলাকা। বাচ্চারা খেলতে খেলতে ড্রোন উড়িয়েছিল এই এলাকা দিয়ে। তাতেই ধরা পড়েছে এই দৃশ্য। ইউরোপের আইসল্যান্ড আগুন আর বরফের এক অদ্ভুত সংমিশ্রণ। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এখানেই।