অর্থের অভাবে সিংহ বিক্রি

অর্থের অভাবে সিংহ বিক্রি

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১২ আগষ্ট, ২০২২

অর্থের অভাবে খাওয়ানো যাচ্ছে না লাহৌর চিড়িয়াখানার সাফারি পার্কের সিংহদের। পাকিস্তান সরকারের অনুমোদন নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাই নিলামে চড়াচ্ছেন ১২টি সিংহকে। আর সেই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন লাহৌরের বন্যপ্রাণপ্রেমীরা।
পাকিস্তানে আর্থিক সঙ্কট ক্রমশ বাড়তে থাকায় ব্যয়সঙ্কোচের নীতি নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। বিভিন্ন শহরের চিড়িয়াখানার পশুদের খাদ্যের জন্য সরকারি বরাদ্দেও পড়েছে কোপ। এই পরিস্থিতিতে লাহৌর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার সাফারি পার্কের বাসিন্দা ২৯টি আফ্রিকান সিংহের মধ্যে ১২টিকে নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।