বৃষ্টির জলে বিষাক্ত রাসয়নিকের উপস্থিতি, সতর্কবার্তা বিজ্ঞানীদের

বৃষ্টির জলে বিষাক্ত রাসয়নিকের উপস্থিতি, সতর্কবার্তা বিজ্ঞানীদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৪ আগষ্ট, ২০২২

বহুদিন ধরেই মানুষ জানেন যে বৃষ্টির জল পরিষ্কার, খেলে কোনও শারীরিক সমস্যা হবে না। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা জানাল বিশ্বজুড়ে দূষণ এখন যে পরিমাণে বেড়ে গিয়েছে তাতে বৃষ্টির জলেও একইরকম দূষণ। স্টকহোম বিশ্ববিদ্যালয়ের করা একটি সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন বৃষ্টির জলে পিএফএএস নামের এক বিষাক্ত রাসয়নিক আছে। সেটা মানুষের পেটে গেলে সে ক্যানসারে পর্যন্ত আক্রান্ত হতে পারে। এছাড়া শিশুদের বিকাশে বাধা, কিডনি নষ্ট হয়ে যাওয়ার মত একাধিক অসুখ শরীরে বাসা বাঁধতে পারে। গবেষকরা জানিয়েছেন, গোটা পৃথিবীর বায়ুমণ্ডলে এই রাসয়নিক এতটাই ছড়িয়ে পড়েছে যে এটি গ্রহ থেকে কখনও নির্মূল হবে না। স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানিয়েছেন, ২০১০ থেকে তারা এই গবেষণা করছেন। তাদের পর্যবেক্ষণ, পৃথিবীর এমন কোনও জায়গা নেই যেখানে বৃষ্টির জল খাওয়া নিরাপদ। অ্যান্টার্কটিকা থেকে তিব্বতের মালভূমি, প্রত্যেকটি জায়গায় বিষাক্ত ওই উপাদানের হার বিপজ্জনক পরিমাণে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই গবেষণা জানিয়েছে পানীয় জলের তুলনায় বৃষ্টির জলে ১৪ গুণ বেশি বিষাক্ত পিএফএএস রয়েছে।