নাসা এবং বেড়াল !

নাসা এবং বেড়াল !

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৪ আগষ্ট, ২০২২

গত সোমবার,৪ অগস্ট বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক বেড়াল দিবস। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাও সাড়ম্বরে দিনটা পালন করল! কারণ, বেড়ালের সঙ্গেও নাসার রয়েছে বিশেষ সম্পর্ক। মহাকাশীকটি নীহারিকার নামকরণ করা হয়েছে বেড়ালের সঙ্গে। সেই ক্যাটস আই নেবুলার একটি ভিডিও শেয়ার করেছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বেড়াল দিবসেই সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে একটি শব্দ শোনা গিয়েছে। নীহারিকা থেকে বেরিয়ে আসা তরঙ্গ কীভাবে শব্দে রূপান্তরিত হচ্ছে সেটাই ভিডিও আকারে প্রকাশ করে দেখিয়েছেন বিজ্ঞানীরা।
নাসার তরফে জানানো হয়েছে, ক্যাটস আই নেবুলা হল একটি গ্রহের নীহারিকা। এখানে সুর্যের মতই তারা গঠিত হয়। পৃথিবী থেকে ৩২৬২ আলোকবর্ষ দূরে ড্রাকোর উত্তরে নক্ষত্রমণ্ডলে অবস্থিত ক্যাটস আই নেবুলা। এই নীহারিকার নাম যেহেতু বেড়ালের সঙ্গে জড়িয়ে রয়েছে তাই সেখান থেকে আগত শব্দ মানুষের কাছে পৌঁছে দিতে নাসা আন্তর্জাতিক বেড়াল দিবসকেই বেছে নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০২-থেকে প্রত্যেকবছর ৪ অগস্ট আন্তর্জাতিক প্রাণী কল্যাণ তহবিল আন্তর্জাতিক বেড়াল দিবস পালন করে।