প্রশান্ত মহাসাগরে পড়া উল্কাটি আসলে ভিনগ্রহীদের প্রযুক্তি!

প্রশান্ত মহাসাগরে পড়া উল্কাটি আসলে ভিনগ্রহীদের প্রযুক্তি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৮ আগষ্ট, ২০২২

হার্ভার্ডের অধ্যাপক অ্যাভি লোয়েবের দাবি, ২০১৪-য় প্রশান্ত মহাসাগরে যে উল্কাপিণ্ড ধ্বংস হয়ে পড়েছিল সেটা আসলে ভিনগ্রহীদের এক প্রযুক্তি। তার আরও দাবি চৌম্বকীয় পদ্ধতির সহায়তায় সেই প্রযুক্তি সম্পর্কে তিনি জানবেনও। তিনি ও তার সহযোগীরা নিশ্চিত এই উল্কাপিণ্ড নিয়ে অনুসন্ধানে নামলে কয়েক মিলিয়ন ডলার খরচ হবে। কিন্তু একইসঙ্গে লোয়েবের বিশ্বাস, যদি ওই উল্কাপিণ্ডের খোঁজ পাওয়া যায় তাহলে প্রথমবার মানুষ বাইরের গ্রহ থেকে আসা কোনও বস্তুতে হাত দেবে। কারণ, এখনও পর্যন্ত লোয়েবের মতে ওই উল্কাপিণ্ড সৌরজগতের বাইরের। এবং উল্কাপিণ্ডের অধিকাংশই লোহা। লোয়েবের মতে এটি সাধারণ উল্কা নয়। একটি বাহ্যিক বস্তু। এই উল্কাপিণ্ডের গতিবেগ ছিল সুর্যের চারপাশে ঘোরা তারাদের প্রায় দ্বিগুণ! মার্কিন প্রতিরক্ষা বিভাগের স্পেস কম্যান্ডের একটি সাম্প্রতিক মেমো নিশ্চিতভাবে জানিয়েছে উল্কাপিণ্ডটি সৌরজগতের বাইরের। তাই লোয়েবের মনে হচ্ছে এটি এলিয়েন প্রযুক্তি হতে পারে।
লোয়েব উল্কাটিকে সমুদ্র থেকে টেনে বার করার পরিকল্পনা করেছেন। বলেছেন, “একটি জাহাজে চুম্বক সংযুক্ত করে পাপুয়া-গিনির কাছে প্রত্যাশিত ক্র্যাশ-সাইটের ১০ কিলোমিটার এলাকায় চুম্বকটিকে এমনভাবে ব্যবহার করব যাতে উল্কাপিণ্ডের ছোট ছোট টুকরো এর গায়ে লেগে যায়। তারপর সেগুলোর গবেষণা চলবে।” লোয়েব এই আবিষ্কারের জন্য প্রায় এক-তৃতীয়াংশ তহবিল ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছেন।