মহাশূন্যে দেখা মিলল ভারতের পতাকার! ছবি ভাগ করে নিলেন ভারতীয় মহাকাশচারী

মহাশূন্যে দেখা মিলল ভারতের পতাকার! ছবি ভাগ করে নিলেন ভারতীয় মহাকাশচারী

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৯ আগষ্ট, ২০২২

সারা ভারত জুড়ে পালিত হচ্ছে ৭৬তম স্বাধীনতা দিবস। আর তা শুধু দেশের মাটিতে নয়, পালিত হচ্ছে আকাশপথেও। ভারত-আমেরিকার মহাকাশচারী রাজা চারি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ভারতের জাতীয় পতাকার একটি ছবি পোস্ট করেছেন। বিদেশের মাটিতেও ভারতের সম্মান ও ঐতিহ্যের প্রতীক হিসাবে এই ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ভারতের পতাকার পিছনে দৃশ্যমান ভূখণ্ড। ছয় মাসের মহাকাশ সফর সেরে সদ্য ঘরে ফিরেছেন চারি। নাসার কর্মী চারি বিদেশে জন্মগ্রহণ করেছেন, বড়ও হয়েছেন সেখানেই। কিন্তু তাঁর শিকড় আছে এই ভারতে। তাঁর ঠাকুরদা তেলেঙ্গনার মধুবননগরের বাসিন্দা। হায়দ্রাবাদের ওসমানীয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। চারির বাবাও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পরে তিনি বিদেশ যান। হায়দ্রাবাদে তাঁদের অনেক আত্মীয়-স্বজন রয়েছেন। সেই সূত্রে বেশ কয়েকবার ভারতে এসেছেন তিনি।