আলজেরিয়ার দাবানলে মৃত ২৬

আলজেরিয়ার দাবানলে মৃত ২৬

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২১ আগষ্ট, ২০২২

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তিউনিসিয়ার সীমান্তের কাছে আলজেরিয়ার এল টার্ফ, সেফিত এলাকাসহ আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে এই দাবানল। এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজুড জানান, দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে অগ্নিনির্বাপক দল কাজ করে যাচ্ছে। হেলিকপ্টারে চড়ে অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, দাবানলের কারণে বিভিন্ন প্রদেশ থেকে ৩৫০ জনকে সরিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এল টার্ফ এলাকার অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
সেফিত এলাকায় ৫৮ বছর বয়সী এক মা ও তাঁর ৩৬ বছর বয়সী মেয়ে আগুনে মারা গেছেন। এ এলাকায় গ্রামে আগুন ছড়িয়ে পড়েছে। আলজেরিয়ায় গতকয়েকবছর ধরে প্রত্যেকবছরই দাবানল হয়। গতবছর ৯০ জন লোক মারা গিয়েছিলেন দাবানলে। এবারের দাবানলে ইতিমধ্যে ১ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় জলের সমস্যা রয়েছে। তাপমাত্রা বাড়ছে নিয়মিত। এরই মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিবেশবিদরা জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এই ঘটনা হচ্ছে। আবহাওয়ার চরম পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহতার মুখোমুখি হতে হবে বিশ্বকে।