বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ সেপ্টেম্বর, ২০২১
শুঁড়ের মতো দেখতে নিজের স্পাইক প্রোটিনগুলিকে অস্বাভাবিক দ্রুত গতিতে বার বার বদলে ফেলছে সে। এটি করোনা ভাইরাসের একটি নতুন সদস্য।
এই রূপটি পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। করোনা ভাইরাসের নতুন রূপটি ডেল্টা-সহ অন্য প্রজাতির থেকে অনেক দ্রুত হারে নিজেকে বদলে নিতে পারে।
অর্থাৎ রক্তে থাকা প্রতিরোধী
অ্যান্টিবডিগুলিকে এই নতুন রূপটি ধোঁকা দিতে পারে অনেক ভালো। তাই দ্রুত সংক্রমণের আশঙ্কা বাড়ে।
আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেব্ল ডিজিজেস (এনআইসিডি)’ সূত্রে এ কথা জানা গিয়েছে। মে মাসে দক্ষিণ আফ্রিকায় হদিশ মেলার পর ভাইরাসের এই রূপটি থেকে সংক্রমণের হার বাড়ছে। নতুন রূপটির নাম দেওয়া হয়েছে ‘সি.১.২’।