মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন রাশিয়ার

মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন রাশিয়ার

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২২ আগষ্ট, ২০২২

নিজেদের মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করল রাশিয়া। সোমবার মস্কোর কাছে আর্মি ২০২২ শীর্ষক অস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময়ই নিজেদের মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করে দেশটির মহাকাশ সংস্থা রোসকসমস।
এর মধ্য দিয়ে রাশিয়া যে আসলেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরে আসতে চায়, তা নিশ্চিত বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর আগে রোসকসমসের প্রধান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে নিজেদের স্টেশন বানানোর প্রস্তাব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। সে সময় সে প্রস্তাব গ্রহণ করেন পুতিন। খবর রয়টার্সের। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সম্পর্কের অবনতির কারণেই এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরে আসার কথা জানাল মস্কো। মঙ্গলবার পুতিনের সঙ্গে এক বৈঠকে ২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরে আসার প্রস্তাব দেন রুশ মহাকাশ গবেষণা সংস্থার নতুন প্রধান ইউরি বরিসভ। এছাড়া গবেষণা চালিয়ে যেতে ২০২৪ সালের মধ্যে নিজেদের স্টেশন তৈরির কথা জানান তিনি। তবে এর আগপর্যন্ত নিজেদের অংশীদারের সমস্ত বাধ্যবাধকতা পূরণ করা হবে বলেও জানান বরিসভ।