৫৬,০০০ আফ্রিকান হাতির সমান ওজন এই সেতুর

৫৬,০০০ আফ্রিকান হাতির সমান ওজন এই সেতুর

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৬ আগষ্ট, ২০২২

৫৬ হাজার আফ্রিকান হাতির ওজনের সমান, পৃথিবীর পরিধির সমান তারের ব্যবহার, সমুদ্রের উপর নির্মিত এই সেতু কিন্তু আছে আমাদের দেশেই। মুম্বাইয়ের ‘বান্দ্রা-ওরলি-সি-লিঙ্ক-ব্রিজ’। সমুদ্রের উপর এই ব্রিজের সৌন্দর্য নজর কাড়ার মতো। এটি ভারতের ৪ লেনের দীর্ঘতম সেতু, এই সমুদ্র সেতুর দৈর্ঘ্য ৫.৬ কিলোমিটার। এই সুরেতু তৈরি হওয়ার ফলে বান্দ্রা থেকে ওরলি পর্যন্ত যাত্রার সময় কমিয়ে ১ ঘন্টা থেকে ১০ মিনিটে নিয়ে এসেছে। এই সেতু সম্পন্ন হয় ২০০৯ সালে এবং তৈরি করতে খরচ হয়েছিল ১৬০০ কোটি টাকা। ২০১০ সালে এটিকে ৮ লেনে চালু করা হয়। এই সেতুর নাম দেয়া হয়েছে ‘রাজীব গান্ধীর সি লিঙ্ক’ সেতু। ‘বান্দ্রা ওরলি সি লিঙ্ক’ সেতুর অনেক মজার তথ্য রয়েছে। এই সেতু তৈরি করতে অন্যান্য কাঁচামালের সাথে ৯০ হাজার টন সিমেন্ট ব্যবহার করা হয়েছে। যেখানে এই সেতুর ওজন ৫৬,০০০ আফ্রিকান হাতির ওজনের সমান।