প্রথম বাণিজ্যিক মানমন্দির উত্তরাখণ্ডে

প্রথম বাণিজ্যিক মানমন্দির উত্তরাখণ্ডে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ আগষ্ট, ২০২২

পৃথিবীর কক্ষপথে ১০ সেন্টিমিটার আকারের ছোট বস্তুগুলিকে অনুসরণ করার জন্য ভারতের প্রথম বাণিজ্যিক মহাকাশ মানমন্দির, উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে তৈরি হচ্ছে। স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস (এসএসএ) অবজারভেটরি ভারতকে মহাকাশের ধ্বংসাবশেষ এবং এই অঞ্চলে ঘোরাফেরা করা সামরিক স্যাটেলাইট সহ মহাকাশে যে কোনও কার্যকলাপ ট্র্যাক করতে সাহায্য করবে। আমেরিকার পথে এগোচ্ছে ভারত বর্তমানে, মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক স্থানে এমন মানমন্দির সহ মহাকাশ ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করার স্থান রয়েছে। দিগন্তার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অনিরুধ শর্মা বলেছেন, “উত্তরাখণ্ডের মানমন্দিরটি এই অঞ্চলে এসএসএ পর্যবেক্ষণের শূন্যতা পূরণ করবে কারণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে এই ধরনের সুবিধার অভাব রয়েছে।”