কুকুরের মাঙ্কিপক্স, বিপদ বাড়ছে

কুকুরের মাঙ্কিপক্স, বিপদ বাড়ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ সেপ্টেম্বর, ২০২২

মাঙ্কিপক্সের ভাইরাস পা রাখল আফ্রিকার বাইরে। শেয়াল, ইঁদুর আর অন্য সব প্রাণীর দেহেও দিব্বি সংক্রামিত হতে পারে এই জেদি ভাইরাস।
ল্যান্সেট পত্রিকায় অগাস্ট মাসের মাঝামাঝি চাঞ্চল্যকর এক প্রতিবেদন বেরিয়েছিল। তাতে বলা হয়, ফ্রান্সের দুজন বাসিন্দার শরীর থেকে পোষা গ্রেহাউন্ডের দেহেও এই ভাইরাস আক্রমণ করেছে। ইতালীয় প্রজাতির পোষ্য সারমেয় তাদের মালিকের সাথে এক বিছানায় শুয়েছিল। মানুষ ছাড়া অন্য প্রাণীতে সংক্রমণের এই নজির চিন্তার ভাঁজ ফেলেছে বিজ্ঞানীদের কপালে।
মাঙ্কিপক্স এমন এক মারণ ভাইরাস যা ত্বকের সংস্পর্শে, যেমন যৌনমিলনের সময়ে ছড়াতে পারে। এর চেয়েও কম পরিসরে, নিকট দূরত্বে নাচানাচিতেও নাকি ছড়িয়ে পড়ার দৃষ্টান্ত আছে। ভাইরাস আক্রান্ত ব্যক্তির বিছানাপত্তর বা জামাকাপড় থেকেও সাবধান থাকা উচিৎ। নরম জিনিসের (যেমন- পোশাক) মাধ্যমে এই ভাইরাস বেশি ছড়ায়। এমার্জিং ইনফেক্সাস ডিজিস পত্রিকায় প্রকাশিত গবেষণায় এমনই তথ্য উঠে আসছে। গবেষক দলের পক্ষ থেকে বলা হয়েছে ৬০ শতাংশ নরম জিনিস আর ৫ ভাগ কঠিন পৃষ্ঠতলে মোটামুটি দিন ১৫ বেঁচে থাকতে সক্ষম এই ভাইরাস।