জেদি ব্যাকটেরিয়ার সাথে লড়তে তৈরি নতুন ওষুধ

জেদি ব্যাকটেরিয়ার সাথে লড়তে তৈরি নতুন ওষুধ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ সেপ্টেম্বর, ২০২২

চালু ওষুধে জব্দ হয় না এমন তিনশো ব্যাকটেরিয়া নিকেশ করতে পারে নতুন যৌগ ফ্যাবিমাইসিন।

মূত্রনালীর সংক্রমণের জন্যে দায়ী ব্যাকটেরিয়া দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছিল। কাজে আসছিল না কোনও অ্যান্টিবায়োটিক। রোগ সারানোর উপায়ও হাতের বাইরে চলে যাচ্ছিল।

এমনি সময় খুশির খবর শোনাল আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। ইঁদুরের নিউমোনিয়া আর মানুষের ইউটিআই একধরণের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রভাবে ঘটত। এই জীবাণুদের প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বেশি। তাদের কোষপ্রাচীর শক্ত ফলে যেকোনও অ্যান্টিবায়োটিক বিফল হয়ে ফিরে যেতো। এই অণুজীব খুব সহজেই অভিযোজন ঘটিয়ে ওষুধের বিরুদ্ধে বেশিদিন সক্রিয় থাকতে পারে। K

গবেষণাতে যুক্ত থাকা পল হার্জেনরোথার বলছেন নয়া আবিষ্কৃত এই ফ্যাবিমাইসিন লড়তে পারে এই ধরনের শক্তিশালী অণুজীবের বিরুদ্ধে। আক্রান্ত মানুষের শরীরের বাকি উপকারী ব্যাকটেরিয়াকে না মেরে কেবল গ্রাম নেগেটিভ জীবাণুদের ধ্বংস করবে এই নতুন ওষুধ।