লাদাখে আসতে চলেছে ভারতের প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি

লাদাখে আসতে চলেছে ভারতের প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ সেপ্টেম্বর, ২০২২

মহাকাশ পর্যটনের আগ্রহ দেশে বাড়ানোর জন্য লাদাখে তৈরি হবে ভারতের প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি। এতে বিদেশী গবেষকদের আনাগোনাও বাড়বে। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণের লোভ বিজ্ঞানীরাও ছাড়তে পারবেন না। লাদাখের ছাঙথাং অভয়ারণ্যের অন্তর্গত হানলে নামক জায়গায় ডার্ক স্কাই রিজার্ভের প্রস্তাব দিয়েছে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।

পৃথিবীর উচ্চতম স্থানগুলোর মধ্যে একটা হল লাদাখ। লাদাখের শীতল মরু এলাকায় অবস্থিত হানলে নগরের সব কোলাহল থেকে অনেক দূরে। বিভিন্ন ধরণের টেলিস্কোপ ব্যবহার করে রাতের আকাশে গ্রহ নক্ষত্র দেখার সুযোগ থাকবে। এমনিতেই ঐ অঞ্চলে দূষণ এবং আর্দ্রতা কম হওয়ার কারণে বছরের অনেকটা সময়ই রাতের আকাশ বেশ পরিষ্কার থাকে।

ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশান, লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল আর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স – এই তিন সংস্থার মধ্যে সম্প্রতি একটা মৌ চুক্তি সাক্ষর হয়েছে। স্থানীয় পর্যটন শিল্প এবং অর্থনীতির উন্নতিতে এই পদক্ষেপ কাজে আসবে বলেই মতামত বিশেষজ্ঞদের।