কোটি কোটি বিষ পিঁপড়ে ঘিরে ফেলেছে গ্রাম, পালাচ্ছেন বাসিন্দারা

কোটি কোটি বিষ পিঁপড়ে ঘিরে ফেলেছে গ্রাম, পালাচ্ছেন বাসিন্দারা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ সেপ্টেম্বর, ২০২২

বিষাক্ত পিঁপড়ে ঘিরে ফেলেছে গোটা গ্রাম। আতঙ্কে ঘর ছাড়ছেন গ্রামবাসীরা। হামলা থেকে রেহাই পাচ্ছে না গবাদি পশুও।

রাস্তাঘাট, মাঠ, ঘরবাড়ি, গাছ – কোথায় নেই পিঁপড়ের দল। সংখ্যায় যতই এরা বাড়ছে, ততই কোণঠাসা স্থানীয় বাসিন্দারা। পিঁপড়ের কামড়ে চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে গোটা শরীরে। বিষের জ্বালায় ফুলে যাচ্ছে গা হাত পা। কীটনাশক পাউডার ছড়িয়েও কিছু হচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের। বাধ্য হয়েই ঘর ছেড়ে পালাতে হচ্ছে তাদের।

ঘটনাটা ওড়িশার পুরীতে পিপিলি ব্লকের চন্দ্রদেইপুর পঞ্চায়েতে। এ অঞ্চলের ব্রাহ্মণশাহি গ্রাম রেড ফায়ার অ্যান্টের জ্বালায় তিতিবিরক্ত। মোট একশো পরিবারের বাস এই গ্রামে। নদীতীরে আর জঙ্গলে মূলত এই বিষাক্ত পিঁপড়ের বাস। প্রবল বৃষ্টিতে তাদের বাসায় জল ঢুকে যাওয়ায় কাতারে কাতারে পিঁপড়ে লোকালয়ের দিকে চলে আসছে।

কয়েকটা পরিবার এর মধ্যেই গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে ঐ গ্রামের বাসিন্দা লোকনাথ দাস জানিয়েছেন, এ রকম আজব ঘটনা আগে কোনও দিন দেখেনি তারা। আগেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এইরকম ঝাঁকঝাঁক পিঁপড়ের আক্রমণের মুখে পড়তে হয়নি। লোকনাথ বাবুর কথায়, বিষ পিঁপড়ের জ্বালায় জীবন নরকগুলজার হয়ে উঠেছে। স্বাভাবিকভাবে খেতে ঘুমোতে, এমনকি রাস্তাতেও বেরোতে পারছেন না তারা।

খবরটা সামনে আসতেই গ্রামে পৌঁছে যান ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ দল। ঐ দলের বিজ্ঞানী সঞ্জয় মোহান্তি বললেন, পিঁপড়েদের আবাস জলে ডুবে যেতেই তারা গ্রামের দিকে উঠে এসেছে।