চামড়া থেকেই বোঝা যেতে পারে মনের হালহকিকত

চামড়া থেকেই বোঝা যেতে পারে মনের হালহকিকত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ সেপ্টেম্বর, ২০২২

ত্বকের নীচেই থাকা স্বেদগ্রন্থির উপর নজর রাখলেই মগজের গতিবিধি নাকি জানা সম্ভব। শ্রীমতী রোজ ফাঘি ও তার দলের গবেষণায় উঠে এলো এমনই আশ্চর্য উপায়।

এমনিতে নানান মানসিক পরিস্থিতিতে আমাদের ত্বকের আচরণও বিভিন্ন হয়ে থাকে। কখনও ঘাম দেয় বেশি, অনেক সময় স্বাভাবিকের চেয়ে শুষ্কতর হয়ে যায় চামড়া। স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের মতো গেজেট থেকে প্রায় সঙ্গে সঙ্গেই এই নয়া কৌশলে বোঝা যেতে পারে মানুষের মানসিক হাল।

ইলেক্ট্রো-ডার্মাল অ্যাক্টিভিটি বা সংক্ষেপে ইডিএ পদ্ধতি ব্যবহার করে একটা অ্যালগরিদম তৈরি করে ফেলেছেন একজন বায়োমেডিকেল প্রযুক্তিবিদ। আবেগের নানান পর্যায়ে মানুষের ত্বকে যে পরিবর্তনগুলো ঘটতে থাকে, তাকেই বিজ্ঞানের ভাষায় ইডিএ বলা হয়। প্রফেসর রোজ ফাঘির নেতৃত্বে ঐ গবেষক দল ছোট্ট একটা যন্ত্র বানিয়েছেন ইতিমধ্যেই। নিখুঁত ও সূক্ষ্ম উপায়ে যন্ত্রটা জানিয়ে দিতে পারে মগজের হাঁড়ির খবর। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক শ্রীমতী রোজ ফাঘি বলছেন, নতুন এই উপায়ে মস্তিষ্কের গতিপ্রকৃতি যেমন বোঝা যাবে তেমনই মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও ব্যবহার করা যেতে পারে যন্ত্রটাকে।