দু চাকায় দেশ চষে ফেলে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার বার্তা অনিলের

দু চাকায় দেশ চষে ফেলে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার বার্তা অনিলের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ সেপ্টেম্বর, ২০২২

অনিল চৌহান। সাথে তার দুই মেয়ে। আর এক সঙ্গী সাইকেল। দমন দিউয়ের নাম না জানা গ্রাম থেকে দু চাকার যানে চষে ফেলেছেন দেশের একাধিক রাজ্য। সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধের আবেদন নিয়ে অনিলের এই সাইকেল অভিযান। স্বপ্নটা নেহাত ছোট নয়।

অনিলের অভিনব অভিযান শুরু হয়েছিল ২০২২ সালের পয়লা জানুয়ারি। কেটে গেছে সাত সাতটা মাস।  এখনও অবধি অনিল চৌহান চষে ফেলেছেন নয় নয় করে এগারো হাজার কিলোমিটার পথ। হিসেব বলছে পাঁচ রাজ্য – গোয়া, গুজরাট, রাজস্থান, দিল্লি আর মধ্যপ্রদেশ। ওনার পরবর্তী গন্তব্য বাংলাদেশ। কিন্তু কেন ছুটছেন তিনি? অনিলের ইচ্ছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার একেবারেই শেষ হোক। সহজে এই প্লাস্টিক বিয়োজিত হয়ে পরিবেশে মিশে যেতে পারে না। দীর্ঘদিন অক্ষত অবস্থায় থাকে। এই ধরনের প্লাস্টিকের জন্যে বাড়ছে গরুর মৃত্যু। ডাস্টবিন থেকে খাবার খুঁজতে গিয়ে, না জেনেই প্লাস্টিক গিলে ফেলে অবলা প্রাণীরা। তাতেই মৃত্যু। দূষণের চোখরাঙানি তো আছেই। প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা আশু কর্তব্য। সেই অনুরোধ নিয়েই অনিল চৌহান দেশের মানুষের কাছে সাইকেলে চেপে যাচ্ছেন।