হাই তোলা কি সত্যিই ছোঁয়াচে?

হাই তোলা কি সত্যিই ছোঁয়াচে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ অক্টোবর, ২০২২

হাই ওঠা ছোঁয়াচে কিনা তারচেয়েও মৌলিক প্রশ্ন হাই ওঠে কেন? এমনকি হাই তোলা নিয়ে গবেষণার সময়েও বিজ্ঞানীদের হাই ওঠার দৃষ্টান্ত মিলেছে অনেকবার। অন্যকে হাই তুলতে দেখে হাই ওঠা তো আকছার ঘটেই থাকে।
আরও আশ্চর্যের ব্যাপার হাই ওঠার তালিকায় শুধু মানুষ নয়, বানরজাতীয় অন্য প্রাণীও সামিল। গবেষণায় দেখা গেছে হাই তোলার ভিডিও দেখালে শিম্পাঞ্জি, বেবুন আর বুনুবুদেরও হাই ওঠে। পোষা কুকুরের হাই ওঠে মালিককে দেখলে। কিন্তু, মজার ব্যাপার ২০০৯ সালের এক গবেষণা বলছে কুকুরদের মধ্যে ছোঁয়াচে হাইয়ের কোনও বালাই কিন্তু নেই।
স্নায়ুবিজ্ঞান আর প্রাণী আচরণবিদ্যার নানান অভিনব গবেষণা হয়ে চলেছে হাই তোলার ঘটনা নিয়ে। অনেক তত্ত্বও আছে এ নিয়ে। যেমন, বেশিরভাগ সময়ই আমরা বিরক্তি বা ক্লান্তিই প্রকাশ করে থাকি হাই তোলার মাধ্যমে। অন্য কাউকে মিটিং চলাকালীন হাই তুলতে দেখলে বাকিরাও হাই না তুলে থাকতে পারে না।
এমআরআই স্ক্যানেও ব্যাপারটা প্রমাণিত। অন্যের হাই ওঠা দেখলে আমাদের মগজের যে অংশটা নকল করতে বা সামাজিক আচরণের জন্যে দায়ী সেটা সক্রিয় হয়ে ওঠে।