সেরিবেলাম এই কাজটাও করে, এতদিন অন্ধকারে ছিলেন বিজ্ঞানীরা

সেরিবেলাম এই কাজটাও করে, এতদিন অন্ধকারে ছিলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ অক্টোবর, ২০২২

মানুষের শরীর, বিশেষত মস্তিষ্ক নিয়ে যেমন কৌতূহলের শেষ নেই তেমনই আবিষ্কারের তালিকাও ফুরিয়ে যায়নি। সেরিবেলামের তেমনই একটা কাজ এতদিন অগোচরে ছিল বিজ্ঞানীদের।
এমনিতে আমাদের শরীরের ভারসাম্য ঠিক রাখতে, চলন গমন নিয়ন্ত্রণ করতে মস্তিষ্কের সেরিবেলাম নামক অঞ্চলের অবদান সবচেয়ে বেশি। এটাই আগেই জানা গেছে। কিন্তু ভালো আর খারাপ অভিজ্ঞতা স্মৃতিতে ধরে রাখতেও সাহায্য করে সেরিবেলাম। প্রোসিডিংস অফ ন্যাশানাল অ্যাকাডেমি অফ সায়েন্স পত্রিকায় সম্প্রতি বেরিয়েছে এই গবেষণার খবর।
১৪১৮ জন মানুষকে ফাংশানাল এমআরআই যন্ত্রে পরীক্ষা করা হয় ভালো, খারাপ আর সাধারণ আবেগের ছবি দেখিয়ে। দেখা গেছে ভালো আর খারাপ ছবির জন্যে যথেষ্টই সক্রিয় হয়ে ওঠে মগজের সেরিবেলাম অঞ্চলটা। সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী ডমিনিক ডে কোরভেন বলছেন, পরীক্ষার ফলাফল থেকেই পরিষ্কার যে সেরিবেলামও মগজের জটিল নেটওয়ার্কের একটা অংশ যার মাধ্যমে আবেগের স্মৃতি রক্ষিত হয় সযত্নে।