বিষাক্ত পিঁপড়ে ধরে খাচ্ছে টিকটিকিরা, কিন্তু কেন?

বিষাক্ত পিঁপড়ে ধরে খাচ্ছে টিকটিকিরা, কিন্তু কেন?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ অক্টোবর, ২০২২

নতুন গবেষণায় আজব দৃশ্য উঠে এসেছে। এমন জাতের টিকটিকির সন্ধান মিলেছে যারা বিষাক্ত পিঁপড়ে বা ফায়ার অ্যান্ট খাচ্ছে।
অ্যামেরিকার পূর্বদিকে ইস্টার্ন ফেন্স টিকটিকির দেখা মেলে। ল্যাটিন নাম স্কেলোপোরাস আন্ডুলাটাস। আবার মূলত দক্ষিণ অ্যামেরিকায় এক জাতের বিষ পিঁপড়ের বাস, যাদেরকে মার্কিন মুলুকে ক্ষতিকর পোকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জাতের পিঁপড়ের বৈজ্ঞানিক নাম সোলেনোপ্সিস ইনভিক্টা। পেন ষ্টেটের জীববিজ্ঞানী ট্রেসি ল্যাংকিল্ড বলছেন, বিষ পিঁপড়ে আর টিকটিকি যদি একই বাস্তুতন্ত্রে থাকে তাহলে ঐ টিকটিকিদের রোগ প্রতিরোধ ব্যবস্থা অন্য টিকটিকির তুলনায় একেবারেই আলাদা হয়।
কিন্তু টিকটিকিরা বিষ পিঁপড়ে খাচ্ছে কেন? বায়োলজিক্যাল ইনভেসান্স পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা গেছে, নিজেদের শরীরে বিষ পিঁপড়ের কামড়ের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তুলতেই নাকি টিকটিকিদের আশ্চর্য এই কর্মকাণ্ড। পিঁপড়ে ও তার বিষ হজম করে নিয়ে টিকটিকির শরীরে বিষের বিরুদ্ধে রোগ প্রতিরোধ বাড়ছে। ব্যাপারটা অনেকটা অ্যান্টিভেনম ভ্যাকসিনের মতো। যাতে একই বাস্তুতন্ত্রে বিষাক্ত পিঁপড়ের সাথে সহাবস্থানে বিলুপ্ত না হয়ে যায় টিকটিকিরা।