প্রায় দেড় বছরের অতিমারীকালে ‘ওয়ার্ক ফ্রম হোম’ই হয়ে উঠেছে একপ্রকারের স্থিত ব্যবস্থা। এর ফলে দৈহিক শ্রম যেমন কমছে, তেমনই অন্যদিকে বাড়ছে স্থুলতা। সঙ্গে বাড়ছে নানান অসুখবিসুখও। তেমনই একটি অসুখ স্পাইনাল ডিজোনারেটিভ ডিসঅর্ডার বা শিরদাঁড়ার ক্ষয়রোগ। গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও বাড়ছে এই রোগ। এই রোগের ক্ষেত্রে কখনো কখনো অস্ত্রোপচারেরও প্রয়োজন হয়ে পড়ে। আর এই অপারেশনকে সহজতর করে তুলতেই ব্যবহৃত হয় কিলহোল সার্জারি। গত শুক্রবার কলকাতার মল্লিকবাজারের ‘ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স’ এই কিলহোল সার্জারির এক প্রশিক্ষণশালা আয়োজন করে, যেখানে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বহু পড়ুয়া যোগ দেয়। বিশেষ পদ্ধতিতে অস্ত্রোপচার করে দেখান আমেদাবাদ ও বেঙ্গালুরু থেকে আসা দুই স্নায়ু শল্য চিকিৎসক। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের স্নায়ু শল্য চিকিৎসক অনিন্দ্য বসু বলেন, এই পদ্ধতির সার্জারিতে সাধারণ স্পাইনাল কড আপারেশনের চেয়ে কম কেটে সার্জারি করা যায়, রোগীর ব্যাথাও অনেক কম হয়, রোগী দ্রুত ডিসচার্জ পান।