চিকিৎসা বিজ্ঞানের হাত শক্ত করবে সফট রোবট

চিকিৎসা বিজ্ঞানের হাত শক্ত করবে সফট রোবট

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২৯ নভেম্বর, ২০২২

প্রযুক্তির বুনিয়াদ ধার করা হয়েছিল অপটিক্যাল ফাইবার থেকে। সেই বিদ্যে প্রয়োগ করেই ফাইবারের তৈরি সফট রোবট বানিয়ে ফেলেছেন গবেষকরা।
ফ্রান্সের ইকোল পলিটেকনিক আর ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে এই নতুন গবেষণা। সফট রোবটের চল আজকের নয়। কিন্তু এই যন্ত্রের গতিবিধি সুচারুভাবে নিয়ন্ত্রণ করার কাজটা প্রথম করে দেখালেন বিজ্ঞানীরা। ফলে সফট রোবটের কাজের পরিধি আরও খানিকটা বাড়বে। শরীরের নির্দিষ্ট স্থানে তরল ওষুধ পৌঁছে দিতেও ভবিষ্যতে কাজে লাগানো যেতে পারে। এছাড়া ইলেকট্রিক আর অপটিক্যাল সেন্সিং-এর নানাবিধ প্রয়োগ তো রয়েইছে।
মুখ্য গবেষক ফ্যাবিয়ান সোরিন বলছেন, এই প্রথম ক্যাথেটারের মতো কাজ সফট রোবটের সাহায্যে করা হয়েছে। কিন্তু ক্যাথেটারের তুলনায় এর সূক্ষ্মতা বা কার্যক্ষমতা দুইই বেশি। এই সফট রোবটকে, বলতে গেলে, শরীরের ভেতরে এদিক ওদিক চালানো যাবে। গবেষণার খবরাখবর অ্যাডভানস সায়েন্স পত্রিকায় বেরিয়েছে।
এটা কাজ করবে নিশ্ছিদ্র অপটিক্যাল নির্দেশকের মতো। ফলে সফট রোবটের ফাইবারগুলোর আক্ষরিকভাবেই দেহের ভেতরকার অঙ্গের মধ্যে বাধা এড়িয়ে নির্দিষ্ট কাজটা করতে পারবে, বললেন আরেক বিজ্ঞানী লেবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 9 =