জলবায়ু সংকটের মোকাবিলায় এবার অণুজীবের শরণাপন্ন বিজ্ঞানীরা

জলবায়ু সংকটের মোকাবিলায় এবার অণুজীবের শরণাপন্ন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৩০ নভেম্বর, ২০২২

উচ্চমানের কার্বন-মুক্ত বিকল্প কী হতে পারে? এই খোঁজ রাতের ঘুম কেড়ে নিয়েছে অনেক বিজ্ঞানীর। কিন্তু আপাতত সফল কোনও সুরাহা মেলেনি। নেচার ক্যাটালিস্ট পত্রিকায় এবার অভিনব কিছুর সন্ধান দিচ্ছেন গবেষকরা।
প্রযুক্তি তৈরি করতে নকল করতে হচ্ছে প্রকৃতিকেই। একটা যন্ত্রের নমুনা দেখানো হয়েছে, সেটা ব্যাকটেরিয়ায় কাজকম্মকে অনুসরণ করে তৈরি করা। এই ব্যাকটেরিয়া বাতাসের কার্বন ডাই-অক্সাইড সংশ্লেষ করে প্রাকৃতিকভাবেই অ্যাসিটেটে পরিণত করে থাকে।
মুখ্য গবেষক পেইডং ইয়াং বলছেন, স্বাভাবিকভাবেই ইলেকট্রনকে অনুঘটক হিসেবে ব্যবহার করে কার্বন ডাই-অক্সাইড থেকে আসিটেট উৎপাদন করে এইসব অণুজীব। প্রকৃতির এই সহজাত কেরামতিকেই যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইয়াং যুক্ত আছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাসের সিনিয়র ফ্যাকাল্টি সায়েন্টিস্ট হিসেবে।