ফুটবল বিশ্বকাপের মধ্যেই শিরোনামে ‘সকা’ মাকড়শা

ফুটবল বিশ্বকাপের মধ্যেই শিরোনামে ‘সকা’ মাকড়শা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ ডিসেম্বর, ২০২২

নয়া গোত্রের অস্ট্রেলীয় মাকড়সার নামকরণ করা হয়েছে ‘সকা স্পাইডার’। অবশ্যই ফুটবল বিশ্বকাপকে মাথায় রেখেই। সৌজন্যে মারডক বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিজ্ঞানীরা।
সকা গণের মধ্যে ১২টা প্রজাতির আলাদা মাকড়শা রয়েছে। ফুটবল দলের খেলোয়াড় আর কোচ মিলিয়ে সংখ্যাটা তেমনই দাঁড়ায়। গবেষক দলের মুখ্য দুজন বিজ্ঞানী। ডঃ পেড্রো কাস্টানহেইরা আর ডঃ ভলকার ফ্রেমেনু। ঘটনাচক্রে প্রথমজন ব্রাজিলীয় আর অন্যজন জার্মান। ডঃ কাস্টানহেইরা বলছেন, ব্রাজিলীয় হওয়ার সুবাদে আমাদের প্রিয় শখ অবশ্যই ফুটবল তাই নতুন মাকড়শাদের নাম দেওয়া হয়েছে সেই অনুযায়ী। আবার ঘটনাচক্রে এখনই কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ।
দুজন বিখ্যাত খেলোয়াড়ের নাম মাথায় রেখে দুটো প্রজাতির নাম দেওয়া হল সকা অ্যারেনা আর সকা প্লাইয়া। আবার অস্ট্রেলীয় ফুটবল খেলোয়াড় এবং পরবর্তীকালে কোচ ছিলেন জনি ওয়ারেন। তাঁর স্মৃতিতে মাকড়শার একটা প্রজাতির নাম রাখা হল সকা জনিওয়ারেনি।
রাশিয়ার লেভ ইয়াসিন সর্বকালের সেরা গোলকিপার, ফিফা তেমনই বলছে। তাঁর ডাকনাম ছিল ব্ল্যাক স্পাইডার। ইয়াসিনের নাম মাথায় রেখে একটা প্রজাতির নামকরণ হয়েছে সকা লেভইয়াসিন।