নতুন দলে নাম লেখালো ছত্রাক

নতুন দলে নাম লেখালো ছত্রাক

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৩ ডিসেম্বর, ২০২২

কিছু অদ্ভুত ছত্রাক যেমন লাইকেন, মাইকোরাইজা, বা কিছু মিথোজীবী পতঙ্গকে, জীবজগতের শ্রেণিবিন্যাসে সরাসরি ফেলা যায় না। জিনতত্ত্বের ওপর নতুন গবেষণায় দেখা গেছে, ৩০০ মিলিয়ন বছর আগেই এরা ছত্রাক গোষ্ঠী থেকে আলাদা হয়ে, শ্রেণিবিন্যাসের একটা নতুন শাখায় অবস্থান করছে।
এদের মধ্যে লাইকেন, শ্যাওলা বা সায়ানোব্যাকটেরিয়ার সাথে মিথোষ্ক্রিয়া করে, যেখানে ছত্রাক শ্যাওলার থেকে সালোকসংশ্লেষের ফলে শর্করা খাদ্য পায়, আর সে শ্যাওলাকে প্রয়োজনীয় জল ও পুষ্টি উপাদান জোগায়।
আলবার্টা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ডেভিড ডিয়াজ-এসকান্ডন এবং সহকর্মীরা বিশ্বের নটা ভিন্ন দেশের ৩০টা ভিন্ন প্রজাতির ছত্রাকের জিনোম কোড বিশ্লেষণ করেছেন। তারা বলেছেন ৬০০ প্রজাতির ছত্রাক, আগে সাতটা ভিন্ন শ্রেণিতে স্থাপন করা হয়েছিল, তাদের সকলকে একই বিবর্তনীয় শাখায় একত্রিত করা যেতে পারে, যার নাম লাইকেনোনোমাইসেটিস। যেহেতু ক্লাস লাইকেনোনোমাইসেটিস প্রাচীন নাম ছিল, তাই গবেষকরা এটাকে একটা নতুন বিভাগ হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।