ভিডিও গেম খেললে মাথা কাজ করে বেশি, সিদ্ধান্ত নিতেও সুবিধে

ভিডিও গেম খেললে মাথা কাজ করে বেশি, সিদ্ধান্ত নিতেও সুবিধে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৭ ডিসেম্বর, ২০২২

এ শতাব্দীতে জন্মেছে অথচ ভিডিও গেম খেলে না, এমন পাবলিক খুঁজে পাওয়া চাপের। অভিভাবকের মুখঝামটাও কম শুনতে হয়নি। তাদের জন্যেই সুখবর দিচ্ছে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক দল। নেতৃত্বে ছিলেন টিমোথি জর্ডান।
যেখানে ধারণা করে সিদ্ধান্ত নিতে হয় তেমন কাজে প্রশিক্ষণ দিতে ভিডিও গেমের জুড়ি মেলা ভার। যারা নিয়মিত ভিডিও গেম খেলে, মস্তিষ্কের মুখ্য অংশগুলো তাদের বেশি ভালো কাজ করে। ফলে সিদ্ধান্ত নিতে তারা বেশ সিদ্ধহস্ত। ফাংশানাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা সংক্ষেপে এফ এমআরআই পদ্ধতির ব্যবহার হয়েছে এই পরীক্ষায়। মুখ্য গবেষকদের একজন হলেন ঐ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা, মহাকাশবিজ্ঞান আর নিউরোসায়েন্সের সাথে যুক্ত সহকারী অধ্যাপক মুকেশ ধামালা। তিনি বলছেন, যুবসমাজের বেশি অংশই ভিডিও গেমে দিব্বি মজে থাকে অথচ খেলার সময় চটজলদি সিদ্ধান্ত নেওয়ার সাথে মগজের কাজকম্মের ঠিক কোথায় সম্পর্ক সেটা নিয়ে খুব একটা জানা নেই বিজ্ঞানীদের। তবে নতুন গবেষণাটা সেই প্রশ্নের কিছুটা হলেও উত্তর দিতে সক্ষম, প্রফেসর ধামালা জানিয়েছেন। এমনকি চিকিৎসার স্বার্থে বা অন্য প্রশিক্ষণের কাজেও লাগতে পারে ভিডিও গেম।