বিজ্ঞানীরা শোনালেন মঙ্গলের আওয়াজ

বিজ্ঞানীরা শোনালেন মঙ্গলের আওয়াজ

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৯ ডিসেম্বর, ২০২২

মঙ্গল – গ্রহটার ঠাণ্ডা বন্ধ্যা নির্জন মরুভূমি থেকে ছবি পাওয়া নিয়মিত ব্যাপার। সৌজন্যে, রোভার আর অন্য কৃত্রিম উপগ্রহ। কিন্তু পড়শি গ্রহের আওয়াজ কেমন? সেটা জানা যাবে কীভাবে?
কিন্তু নাসার পার্সিভারেন্স রোভারের সুপারক্যাম (বিশেষ জাতের ক্যামেরা)-এর মাধ্যমে সম্প্রতি কিছুটা হলেও বোঝা গেছে মঙ্গলের শব্দ কেমন হতে পারে। ঐ ধুলোর দৈত্য থেকেই এই প্রথম কোনও আওয়াজের নমুনা রেকর্ড করা হল। আবিষ্কারের খবরাখবর প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশন পত্রিকায়।
পার্দু বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী রজার উইয়েন্স সুপারক্যাম ব্যবস্থার প্রধান তদারক ছিলেন। তাঁর কথায়, অন্য সব যন্ত্রপাতি থেকে যে ক্ষীণ শব্দ পাওয়া যাচ্ছে সেগুলো থেকেই মঙ্গলের আওয়াজ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তৈরি করতে পারি আমরা।
পার্সিভারেন্সের মাইক্রোফোন কয়েকদিন ছাড়াছাড়া সর্বোচ্চ তিন মিনিটের অডিও রেকর্ড করতে পারে। এবারের রেকর্ডিং যে পাওয়া গেল, সেটা নাসার ঐ দলের সৌভাগ্য। দলের সদস্যরাও বলছেন, চান্স এনকাউন্টার। কিন্তু রোভার মঙ্গলের মাটিতে পদার্পণ করেছিল এক বছর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। তাই এই ক্লিপটা পাওয়া হয়তো সময়ের অপেক্ষাই ছিল বলা চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 18 =