যুক্তরাজ্যের একমাত্র পাণ্ডা-জোড়কে ফেরান হল চীনে

যুক্তরাজ্যের একমাত্র পাণ্ডা-জোড়কে ফেরান হল চীনে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৮ জানুয়ারী, ২০২৩

আশা ছিল, ভগবানের হাতে গড়া জুড়ি। একটা পাণ্ডা শাবক চেয়েছিল ইংল্যান্ডের এডিনবরা চিড়িয়াখানা। কিন্তু সে গুড়ে বালি। অনেক বছরের চেষ্টাচরিত্র করেও যখন লাভের লাভ কিছুই হল না, তখন দুটো জায়েন্ট পাণ্ডাকে ফেরান হচ্ছে চীনে।
একটার নাম ইয়াং গুয়াং ( চীনা ভাষায় ‘সূর্যকিরণ’), আর অন্যটা তিয়ান তিয়ান (সুইটি)। দ্য রয়্যাল জুলজিকাল সোসাইটি অফ স্কটল্যান্ডের তরফ থেকে একটা বড়ো বিদায়কালীন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেখানকার মুখ্য কার্যনির্বাহী ডেভিড ফিল্ড জানালেন, ঐ দুটোই ছিল ব্রিটিশ যুক্তরাজ্যের একমাত্র জায়েন্ট পাণ্ডা-জোড়। দর্শকদের মধ্যেও অত্যন্ত জনপ্রিয় ছিল তারা। এমনকি প্রাণী সংরক্ষণের একটা বড়ো অংশের অনুদানও আসত সেই বিনোদন থেকেই।
দর্শকদের মধ্যেও অনেকেই শেষ বিদায় জানাতে এসেছিল। ইয়াং গুয়াং আর তিয়ান তিয়ান এডিনবরায় এসেছিল ২০১১ সালের ডিসেম্বর মাসে। চীনের বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাথে চুক্তি ছিল দশ বছরের। বিদায়ের সময় ঐ দুই পাণ্ডার সম্মানে কালো, সাদা, ধূসর আর লাল রঙের ছককাটা কাপড় পরিয়ে দেওয়া হয় তাদের।