মালুকুর ভূমিকম্প নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?

মালুকুর ভূমিকম্প নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৩ জানুয়ারী, ২০২৩

গত ৯ই জানুয়ারি ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জের উত্তরে জোরালো এক ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল। রিখটার স্কেলে ৭.৬ মাত্রার। ঐ গোটা অঞ্চল তো বটেই, এমনকি অস্ট্রেলিয়ার ডারউইন অবধি অনুভূত হয়েছিল কম্পন।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর সুনামির সতর্কতা জারি করেনি। কিন্তু ইন্দোনেশিয়ার কোনও কোনও এলাকায় প্রশাসন কিছুটা দ্বিধায়। সুনামি হবে কি হবে না, সেটার জন্য অপেক্ষা করে আছে সেখানকার বাসিন্দারা। বিজ্ঞানীমহল এইবার প্রশ্নটাকে তৎপরতার সাথে দেখতে চাইছে। কেন কোনও কোনও ভূমিকম্প থেকে সুনামি সৃষ্টি হয়? আর বাকিগুলোর ক্ষেত্রে হয় না?
পৃথিবীর টেকটনিক প্লেটগুলো প্রতিবছর গড়ে ১০ সেন্টিমিটার বেগে নড়াচড়া করে। এই গতিবিধির জন্যে ঘর্ষণবলের জন্ম হয়। তা থেকে পাথরের স্তরের উপর চাপ তৈরি হয়। সেই প্রচণ্ড চাপই কোনও কোনও সময় ভূমিকম্পের আকারে নির্গত হয়। কোনও জায়গায় ভূমিকম্প মাঝেমধ্যে হয় কিন্তু শক্তির দিক থেকে উচ্চমানের। আবার কোনও কোনও স্থানে প্রায়শই ভূমিকম্প হতে থাকে কিন্তু সেগুলো দুর্বল প্রকৃতির হয়। এই কারণেই কিছু ভূমিকম্প থেকে সুনামির জন্ম হয়। অন্যগুলোর থেকে হয় না।