‘সাইকি ১৬’। এই নামের এক গ্রহাণুতেই নাকি রয়েছে গুপ্তধনের ভান্ডার! ১৮৫২ সালে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের মধ্যবর্তী গ্রহাণু বেল্টের অন্তর্গত একটি গ্রহাণু অনুসন্ধানে ধরা দেয় ইতালির জ্যোতির্বিজ্ঞানী অ্যানিবেল ডি গ্যাসপারিসের। গ্যাসপারিস গ্রীক দেবী সাইকির নামানুসারে গ্রহাণুটির নামকরণ করেন ‘সাইকি ১৬’। পৃথিবী থেকে ২০ কোটি মাইল দূরে অবস্থান করছে গ্রহাণুটি।
বিজ্ঞানীদের ধারণা সাইকি ১৬ আসলে কোনো মূল গ্রহের কেন্দ্রীয় অংশমাত্র। তাই এটির বেশিরভাগ অংশ গঠিত লোহা ও নিকেল দিয়ে। ২০২৬-এ নাসার মহাকাশযান পৌঁছবে ‘সাইকি ১৬’ র কক্ষপথে। প্রায় ২১ মাস ধরে কক্ষপথ প্রদক্ষিণ করে সাইকি ১৬- র তথ্যাবলি আনার পরিকল্পনা রয়েছে নাসার। অবশ্য নাসার অভিযানের পরেই স্পষ্ট হবে গুপ্তধনের গল্প৷ আরো একটি তথ্য এই যে, নাসার ওই অভিযানে পেলোড ম্যানেজার হিসাবে যুক্ত রয়েছেন ভারতীয় মহিলা মহাকাশবিজ্ঞানী কল্যাণী সুখতমে।
ছবি সৌজন্যে: নাসা