ADHD আক্রান্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধি পায়

ADHD আক্রান্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধি পায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২১ অক্টোবর, ২০২৩

প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (ADHD) রোগে আক্রান্ত তাদের পরবর্তী জীবনে ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে, গবেষণায় এমনটাই জানা গেছে। যদিও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দুটো রোগের মধ্যে এই সংযোগ ‘কারণ এবং প্রভাব’ –এর কারণে হচ্ছে কিনা তা এখনো জানা যায়নি, তাই এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন এবং ADHD-র ওষুধ ডিমেনশিয়ার ঝুঁকি হ্রাস করে কিনা তা নিয়েও পরীক্ষা করা দরকার। গবেষণায় ১০০,০০০-এরও বেশি ব্যক্তির মেডিকেল রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে যে যাদের বয়সকালীন ADHD নির্ণয় করা হয়েছে তাদের পরবর্তী জীবনে ডিমেনশিয়া ধরা পড়ার ঝুঁকি প্রায় তিনগুণ বেশি। ADHD আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষমতা কমে যাচ্ছে ফলত মস্তিষ্ক নিউরোডিজেনারেশন রোধ করতে পারছে না বা রক্তপ্রবাহ বাড়াতে পারছে না। হাইফা বিশ্ববিদ্যালয়ের ডক্টর স্টিফেন লেভিন বলেন যে প্রাথমিক ফলাফল থেকে স্পষ্ট যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ADHD ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়, এবং বিপরীত ঘটনা ঘটারও সামান্য সম্ভাবনা রয়েছে । গবেষণায় ১০৯,২১৮ জন ব্যক্তি অন্তর্ভুক্ত ছিল যাদের বয়স অধ্যয়ন শুরুর সময় অর্থাৎ জানুয়ারী ২০০৩ সালে গড়ে ৫৭.৭ বছর ছিল এবং তাদের তথ্য রেকর্ড করা হয়েছিল ফেব্রুয়ারী ২০২০ অবধি। ফলাফল থেকে জানা গেছে যে অধ্যয়নের সময়কালে ৭৩০ জনের বয়সকালীন ADHD নির্ণয় করা হয়েছিল, যাদের মধ্যে ৯৬ জন বা ১৩% ডিমেনশিয়া আক্রান্ত ছিল। বয়স, লিঙ্গ, আর্থ-সামাজিক অবস্থা, ধূমপানের অভ্যাস এবং শারীরিক অবস্থা বিবেচনা করার পরে, দেখা গেছে যে যাদের বয়সকালীন ADHD নির্ণয় করা হয়েছে তাদের ডিমেনশিয়া নির্ণয়ের ঝুঁকি প্রায় ৩ গুণ বেশি। তবে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস হলিস বলেছেন, যে যাদের বয়সকালীন ADHD নির্ণয় করা হয়েছে তাদের ক্ষেত্রে ডিমেনশিয়া বা অন্যান্য নিউরোসাইকিয়াট্রিক অবস্থার মূল্যায়নের সম্ভাবনা বেড়ে যায়। তিনি আরও বলেন, যে ADHD রোগীদের শঙ্কিত হওয়া উচিত নয় কারণ এই সংযোগ প্রমাণ করার জন্য আরও গবেষণার প্রয়োজন, এবং, যদি প্রমাণিত হয় তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে ADHD চিকিত্সা এই সম্ভাব্য ঝুঁকি হ্রাস করে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =