অত্যাধুনিক ক্যামেরা – একাই একশো

অত্যাধুনিক ক্যামেরা – একাই একশো

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৫ জানুয়ারী, ২০২৩

প্রত্যেক সেকেন্ডে কটা ছবি ওঠে, সেই হিসেবে ক্যামেরার স্পিড ঠিক হয়। অনেক সময়ই বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষায় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে অল্প সময়ের মধ্যে কয়েক হাজার ছবি তোলার দরকার পড়ে। কখনও বা খুব কম আলোতেও ছবি তোলার কাজ থাকে। এমন নানাবিধ ব্যবহারে কাজে লাগানো যাবে নতুন এই ক্যামেরা।
ফ্রান্সের ন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চ ইন্সটিটিউটের অন্তর্গত এনার্জি ম্যাট্রিক্স টেলিকমিউনিকেশনের পরীক্ষাগারে অধ্যাপক জিনইয়াং লিয়াং ও তাঁর সহকর্মীরা অতিদ্রুত একক-পিক্সেলের একটা ক্যামেরা বানিয়ে ফেললেন। নামটাও বেশ বড়সড়। সিঙ্গেল-পিক্সেল ইমেজিং অ্যাক্সিলারেটেড ভায়া সোয়েপ্ট এগ্রিগেট প্যাটার্নস। ১২০০০ ফ্রেমস পার সেকেন্ডে ভিডিও তোলা যাবে এই যন্ত্রে। সাথে আলো কমাবাড়া করার সুবিধের জন্য ক্যামেরা খুবই সংবেদী।
নেচার কমিউনিকেশন পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হল এই ক্যামেরা আবিষ্কারের বর্ণনা। ডঃ লিয়াং বলছেন, কিউবেক ও বাকি দেশেও ফটোগ্রাফি শিল্পে এক নতুন দিগন্ত খুলে যেতে পারে। একটা প্রোটোটাইপ হিসেবে কাজ করবে এই ক্যামেরা। লিয়াং নিজে বায়োফোটোনিক্সের ক্ষেত্রে এক উজ্জ্বল নাম।
বৈজ্ঞানিক ভাবে ক্যামেরার নানাবিধ প্রয়োগ রয়েছে। অদৃশ্য বর্ণালীতে ছবি তোলার জন্য এতদিন কোনও ঠিকঠাক ক্যামেরা ছিল না। অতি অল্প সময়ের জন্যে ঘটে এমন পরীক্ষার ক্ষেত্রে ছবি তুলতে সুবিধে হবে। এছাড়া বিপদজনক গ্যাসের শনাক্তকরণ বা অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য বুঝতে পারা – প্রয়োগের তালিকাটা অনেক লম্বা। এই ক্যামেরা নিয়ে এমনই উচ্চাকাঙ্ক্ষার কথা বলছেন গবেষকরা।