অনলাইনে কেনা জিনিস ঘরে পৌঁছে দেবে ড্রোন

অনলাইনে কেনা জিনিস ঘরে পৌঁছে দেবে ড্রোন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জানুয়ারী, ২০২২

ই-কমার্স ওয়েবসাইট থেকে অনলাইনে বাজার করলেন। তার জবাবে ফোনে উত্তর পেলেন আপনার জিনিস আপনার দোরগোড়ায়। দরজা খুলে দেখলেন জিনিস এসেছে। কিন্তু কোনও ডেলিভারি বয় নেই! বরং বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ইলেকট্রনিক ড্রোন! গল্প নয়, সত্যি। ভারতে এবার চালু হচ্ছে ড্রোন-ভিত্তিক লাস্ট-মাইল পরিষেবা। এই পরিষেবার কারিগর হরিয়ানার জিপ ইলেকট্রিক ডেলিভারি। সম্প্রতি এই সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে আয়তনে ছোট যে কোনও সামগ্রী গ্রাহকদের কাছে পৌঁছে দিতে তারা ব্যবহার করবে টিএসডব্লিউ ড্রোন। আপাতত দিল্লি, বেঙ্গালুরু, পুণে ও মুম্বই-এই চার শহরে শুরু হতে চলেছে পরিষেবা। ব্যবহৃত হবে ২০০-র-ও বেশি ড্রোন। ২০১৭-য় জিপ ইলেকট্রনিক ডেলিভারির যাত্রা শুরু হয়েছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল লজিস্টিক পরিষেবায় কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ কমানো। তার প্রতিফলনে তারা গ্রাহকদের কাছে দ্রব্যসামগ্রী পৌঁছে দিত ইলেকট্রিক স্কুটারে চেপে। নতুন বছরে আবার তাদের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ। সংস্থাটি আরও জানিয়েছে, ড্রোনে থাকা প্রত্যেকের সামগ্রী সম্পূর্ণ নিরাপত্তায় থাকবে কারণ প্রত্যেকটি ড্রোনে থাকছে বিশেষ ধরণের লকার। নির্দিষ্ট ওটিপি-র মাধ্যমেই সেই লকার খোলা যাবে। তাছাড়া আকাশপথে যাবে বলে সামগ্রীর মাঝপথে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাও কম। বিশেষত ওষুধ, খাবার এবং মুদির সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যই ব্যবহৃত হবে ড্রোনগুলি।