অনলাইনে বাঘের দাঁত বিক্রির বিজ্ঞাপনে শোরগোল

অনলাইনে বাঘের দাঁত বিক্রির বিজ্ঞাপনে শোরগোল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ এপ্রিল, ২০২২

অনলাইনে বাঘের দাঁত বিক্রির বিজ্ঞাপন! সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল। রাজ্যের বন দফতর এবং একইসঙ্গে বন্য প্রাণী পাচার প্রতিরোধ সংস্থা খুঁজছে বিজ্ঞাপনদাতাদের। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হুগলির এইচ ডি এন্টারপ্রাইজ নামে একটি গ্রুপ থেকে বাঘের দাঁত বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বাঘের দাঁতের ছবি দিয়ে বিক্রির বিজ্ঞাপনটি করা হয়েছিল। দাম ঠিক করা হয়েছিল প্রায় ৪ লক্ষ টাকার কাছাকাছি! বিষয়টি জানাজানি হতেই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয় ওই নির্দিষ্ট গ্রুপ থেকে। ইতিমধ্যে যে গ্রুপ থেকে এরকম বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই গ্রুপের খোঁজ চালাচ্ছে বন্যপ্রাণ পাচার রোধ সংস্থা। বিজ্ঞাপনে দাবি করা হয়, হুগলির তারকেশ্বরের স্টেশনের কাছে এক ব্যক্তির বাড়িতে রাখা আছে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনের লম্বা দাঁত। বিজ্ঞাপনদাতা দাবি করেছেন, দাঁতটি তাঁর ঠাকুরদার সময়কার বাঘের দাঁত। তাঁদের বাড়িতে রাখা ছিল। ছবি-সহ সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। ফেসবুকে দেখার পর বেশ কয়েকজন এই বিষয়ে উৎসাহও প্রকাশ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের ওয়ার্ল্ড লাইফ ক্রাইমের ডেপুটি ফিল্ড ডিরেক্টর ওম প্রকাশ বলেছেন, “আমরা এর আগেও অনলাইনে এভাবে বন্যপ্রাণীর দেহ বিক্রি করার বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ পেয়েছি। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছি। যে সংস্থার থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। অনলাইনে এভাবে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রি বিজ্ঞাপন দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।”