‘অন্ধ’ পাঁকালমাছের সন্ধান

‘অন্ধ’ পাঁকালমাছের সন্ধান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ অক্টোবর, ২০২১

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরের ছোট ছেলে তেজসের বন্যপ্রাণী সম্পর্কে উৎসাহ সকলেই জানেন। তার উদ্যোগে ওয়াইল্ড লাইফ সংস্থাও রয়েছে, তেজস ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন। সেই তেজস থাকরেও আবিষ্কার করে ফেললেন। খুঁজে পেয়েছেন ‘অন্ধ’ পাঁকাল মাছ! তাকে পাওয়া গিয়েছে মুম্বইয়ের যোগেশ্বরীতে। তার নামও দেওয়া হয়েছে, ‘রাখামচিথি মুম্বা’ বা মুম্বাইয়ের অন্ধ পাঁকালমাছ। গবেষকরা জানিয়েছেন এই পাঁকাল মাছটি পাঁকালের অন্যান্য গোত্রের চেয়ে একদম আলাদা। এর চোখ নেই, পাখনা নেই, মেরুদন্ডও নেই। মাছটি আবিষ্কৃত হয়েছে যোগেশ্বরীতে, অন্ধ শিশুদের একটি স্কুলের কম্পাউন্ডের ভেতরে থাকা ৪০ ফুট গভীর একটি কুয়োর মধ্যে থেকে। ঘটনাটি ২০১৯-এর। তারপর থেকে প্রাণীবিদরা এখনও পর্যন্ত এই প্রজাতির পাঁচটি পাঁকাল মাছের সন্ধান পেয়েছেন। আবিষ্কারের খবর খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি আন্তর্জাতিক মৎস্যবিজ্ঞানের জার্নালে। তাতেই খুব খুশি তেজস। টুইট করে লিখেছেন, ‘অসাধারণ ঘটনা। পাঁচটি অন্ধ পাঁকাল মাছই পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে এবং পশ্চিমঘাট পর্বতমালার উত্তরে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =