“অস্বাভাবিক ” মহাজাগতিক গ্রহরসায়ন

“অস্বাভাবিক ” মহাজাগতিক গ্রহরসায়ন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ অক্টোবর, ২০২৫

২০২০ সালে মহাকাশে হঠাৎই এক অদ্ভুত মহাজাগতিক বস্তু আবিষ্কৃত হয়। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন “দ্য অ্যাকসিডেন্ট” । এটি আসলে একটি বাদামি বামন গ্রহ। আকারে গ্রহের চেয়ে বড় হলেও এর নক্ষত্র হওয়ার মতো ভর নেই , আবার নিজস্ব জ্বালানির সংযোজন বিক্রিয়া ঘটাতেও অক্ষম। এতদিনে অদৃশ্য এই বস্তুটির যাবতীয় রহস্য বিশ্ববাসীর সামনে তুলে ধরলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণ।

গবেষকরা “দ্য অ্যাকসিডেন্ট”-এর বায়ুমণ্ডলে আবিষ্কার করেছেন সিলেন (SiH₄) নামের একটি বিরল অণু। বহুদিন ধরে ধারণা করা হচ্ছিল, বৃহস্পতি, শনি ও অন্যান্য দৈত্যাকার গ্যাসীয় গ্রহগুলোর বায়ুমণ্ডলে এই অণুটি থাকা উচিত, কিন্তু এতদিন কোনো প্রমাণ মেলেনি। এবার প্রথমবারের মতো এই অণু শনাক্ত হলো এই প্রাচীন বামন গ্রহে।

সাধারণত গ্যাসীয় দৈত্যাকার গ্রহগুলিতে সিলিকন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কোয়ার্টজ বা অক্সাইড মেঘ তৈরি করে। সেই কারণে সিলেনের মতো হালকা অণু সহজে শনাক্ত হয় না। কিন্তু “দ্য অ্যাকসিডেন্ট”-এর বায়ুমণ্ডলে অক্সিজেন কম থাকার কারণে সিলিকন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সিলেন তৈরি করতে পেরেছে।

এই বাদামি বামন গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৫০ আলোকবর্ষ দূরে এবং এর বয়স প্রায় ১০-১২ বিলিয়ন বছর—অর্থাৎ মহাবিশ্বের জন্মের (১৪ বিলিয়ন বছর) খুব কাছাকাছি। সে সময় মহাবিশ্বে হাইড্রোজেন ও হিলিয়ামের আধিক্য ছিল, অক্সিজেন ও অন্যান্য ভারী মৌল তখনও বিরল। তাই সিলেনের উপস্থিতি এই প্রাচীন পরিবেশেরই প্রমাণ।

 

এই আবিষ্কার শুধু এই বাদামি বামন গ্রহের নয় বরং বৃহস্পতি-শনির মতো গ্রহগুলোর বায়ুমণ্ডল বোঝার ক্ষেত্রেও নতুন পথ খুলে দিল। বিজ্ঞানীরা বলছেন, “অস্বাভাবিক” বস্তুগুলি প্রায়ই আমাদের “স্বাভাবিক” জিনিসগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। ভবিষ্যতে এই ধরনের গবেষণা পৃথিবীর বাইরের বাসযোগ্য গ্রহের সন্ধান ও তাদের রাসায়নিক জটিলতা বোঝার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে।

 

“দ্য অ্যাকসিডেন্ট” এক মহাজাগতিক অস্বাভাবিকতা হলেও, এটি জানান দিল যে মহাবিশ্বে অণু ও মৌলের রসায়ন কত বৈচিত্র্যময় এবং এধরনের গোপন রসায়ন খুঁজে পেতে মাঝে মাঝে কাকতালীয় ঘটনাই মস্ত আবিষ্কারের পথ খুলে দেয়।

 

সূত্র: “Silicate precursor silane detected in cold low-metallicity brown dwarf” by Jacqueline K. Faherty, Aaron M. Meisner,et.al;20 August 2025, Nature.

DOI: 10.1038/s41586-025-09369-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =