অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন তো? দ্রুত সেরে উঠছেন। কিন্তু জানেন কী? অ্যান্টিবায়োটিক আসলে কী উপহার দিচ্ছে মানুষকে? কোলনের (মলাশয়ে) ক্যান্সার! সাম্প্রতিক গবেষণা হয়েছে সুইডেনে। ৪০ হাজার ক্যান্সার রোগীর মধ্যে গবেষণাটা করা হয়েছে। লাইভ সায়েন্স ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিশেষজ্ঞ, গবেষক সোফিয়া হারলিড বলেছেন, “৪০ হাজার ক্যান্সার রোগীর মধ্যে সার্ভে করা হয়েছিল। তথ্য যা পাওয়া গিয়েছে তাতে এটা পরিষ্কার যে, বেশিদিন ধরে অ্যান্টিবায়োটিক যারা খাচ্ছেন তাদের কোলনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল। কোলন মানে, প্রথমে মলাশয়ের ডান দিক আক্রান্ত হবে ক্যান্সারে। সেই অবস্থাকে আমরা বলি ‘অ্যাসেন্ডিং কোলন’। সেই অবস্থা থেকে ক্যান্সার ছড়িয়ে পড়ে অ্যাবডোমেনের নিচ থেকে ওপর পর্যন্ত।” গবেষকরা আরও দেখেছেন, ৬ মাসের বেশি সময় ধরে যারা আন্টিবায়োটিক ওষুধ খাচ্ছে তাদের কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল।