অ্যামাজনে কাটা গাছের পাহাড়

অ্যামাজনে কাটা গাছের পাহাড়

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৫ জুলাই, ২০২২

চলতি বছরের প্রথম ছ’মাসেই অ্যামাজন বৃষ্টি অরণ্যের রেকর্ড পরিমাণ এলাকায় গাছ কেটে সাফ করে দেওয়া হল। এ কথা জানিয়েছে ব্রাজিলের মহাকাশ সংস্থা ইনপে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, নিউ ইয়র্ক শহরের যা আয়তন, তার পাঁচ গুণ এলাকার গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে অ্যামাজন বনভূমিতে। ব্রাজিলের সরকার জানিয়েছে, ২০১৬ সালের পর এত পরিমাণ বনভূমি কেটে ফেলা হয়নি। পরিবেশপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। উপগ্রহ চিত্রের নথি বলছে, চলতি বছর জানুয়ারি থেকে জুনে অ্যামাজন বনভূমিতে ৩,৯৮৮ বর্গ কিলোমিটার এলাকার গাছ কেটে ফেলা হয়েছে। গত বছর প্রথম ছ’মাসে যে পরিমাণ এলাকার গাছ কেটে ফেলা হয়েছিল, তার থেকে এ বছর ১০.৬ শতাংশ বেশি এলাকার গাছ কাটা হয়েছে। ২০২১ সালে প্রথম ছ’মাসে অ্যামাজনের ৩,০৮৮ বর্গ কিলোমিটার এলাকার গাছ কেটে ফেলা হয়েছিল।