অ্যামেরিকায় মদ্যপানে মৃত্যুর হার বাড়ছে হুহু করে

অ্যামেরিকায় মদ্যপানে মৃত্যুর হার বাড়ছে হুহু করে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ নভেম্বর, ২০২২

করোনা অতিমারির প্রথম বছরে মদ্যপানের জন্যে মৃত্যুর সংখ্যাটা অনেকটা বেশিই বেড়ে গিয়েছিল। ২০১৯ থেকে ২০২০-র মধ্যে অ্যালকোহল-প্রভাবে মৃত্যুর সংখ্যা বাড়ে ২৬ শতাংশ। এক লক্ষ মানুষের মধ্যে ১০.৪ থেকে হিসেবটা একধাক্কায় চলে যায় ১৩.১-এ। ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের তরফ থেকে গত ৪ঠা নভেম্বর এমনই তথ্য প্রকাশ করেছেন গবেষকরা।
গত দু’দশক ধরেই মদ্যপানজনিত মৃত্যুহার বাড়ছে গোটা আমেরিকা জুড়েই। কিন্তু সেটা প্রতিবছর সেটা ৭% বা তার কম হারে বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু অতিমারির দুই বছরে সেটা সব রেকর্ড ছাপিয়ে গেছে।
অ্যালকোহলিক লিভার ডিজিজ, যেমন হেপাটাইটিস বা সিরোসিসের মতো রোগেই প্রধানত মানুষের মৃত্যু হয়। এটাই ছিল মদ্যপানে মৃত্যুর প্রথম কারণ। এছাড়াও মানসিক সমস্যা আর আচরণগত অস্থিতির জন্যেই মৃত্যু ঘটত মদ্যপায়ীদের। ডিপেন্ডেন্স সিন্ড্রোম বা উইথড্রোল সিন্ড্রোমেও অনেক মানুষের প্রাণহানি হয়। মদ্যপানে মৃত্যুর কারণ হিসেবে দ্বিতীয় স্থানে ছিল এই মানসিক রোগগুলো।
গবেষণায় দেখা গেছে, যকৃতের রোগে মৃত্যুর হার অনেকটাই বেড়ে গেছে। বাল্টিমোরে জনস হপকিন্স হসপিটালের তথ্য বলছে, ভয়াবহ অ্যালকোহলিক লিভারের রোগে আগের তুলনায় ২.৩ গুণ বেশি মানুষের মৃত্যু হচ্ছে এই বছরে আর আগের বছরে। লিভার প্রতিস্থাপন কেন্দ্রে ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে রোগীদের ভিড়ও বেড়ে গেছে।